ভলিবল খেলার উন্নয়ন ও অলিম্পিক আন্দোলনে অসামান্য অবদান রাখায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে সম্মাননা সনদ দিল কিরগিজস্তান। দেশটির জাতীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে আতিকুলকে এই সম্মাননা দেয়া হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিজস্তানের একজন প্রতিনিধি মেয়রের হাতে এই সম্মাননা সনদ তুলে দেন।
মেয়র আতিকুল ইসলাম এ সময় কিরগিজস্তান অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে। এটি আমাদের একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সব প্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এ সময় কারো মাঝে কোনো ভেদাভেদ থাকে না।
ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘পৃথিবীজুড়ে যে হানাহানি চলমান, তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব।কোথাও কোনো হানাহানি হবে না; বরং আমাদের মাঝে জাতি ও দেশগত সম্প্রীতি বাড়বে।
এ সময় তিনি সামনের দিনগুলোতে খেলাধুলার আন্দোলনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।