২০২২। না শাকিব খান, না আরিফিন শুভ। তাদের ছাপিয়ে আলোচনায় এখন শরিফুল রাজ। বলা চলে এই নায়কের বৃহস্পতি রীতিমতো এখন তুঙ্গে। একসঙ্গে তার অভিনীত ৩টি সিনেমা দাপিয়ে বেড়াচ্ছে সিনেমা হলগুলো। যার মধ্যে তার ২ সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলছে সগৌরবে।
রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে একসঙ্গে চলছে শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘দামাল’ সিনেমা। ‘পরাণ’ সিনেমায় তার দুর্দান্ত অভিনয় দর্শক বেশ পছন্দ করেছেন। ‘পরাণ’-এর রেশ না কাটতেই আসে ‘হাওয়া’ সিনেমা। এরপর ২৮ অক্টোবর মুক্তি পেয়েছে তার ‘দামাল’ সিনেমা। আগের দুই সিনেমার মতো মুক্তির পরই তার অভিনয়ের জন্য পাচ্ছেন বাহবা।
রাজের ‘পরাণ’ সিনেমার মতো ‘হাওয়া’ সিনেমাও দিন কয়েক বাদেই ১০০ দিন পার করে ফেলবে। ঢালিউড চলচ্চিত্রে সুদিনের হাওয়া বইছে। মধ্যবিত্ত দর্শকরা হলে ফিরছেন। আর এক নায়কের তিন সিনেমা প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েক বছর আগে এমন দৃশ্য দেখা গেলেও এখন সচরাচর দেখা মেলে না। তবে সেই দৃশ্যও এখন দেখা যাচ্ছে। সেদিন যে ফিরছে তারই আভাস দিচ্ছে এসব।
শরিফুল রাজ তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে; রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ইন্ডাস্ট্রিতে রাজ করতেই এসেছেন শরিফুল রাজ।
স্বল্পদিনের ক্যারিয়ারে পেয়েছেন সফলতা, সেই সঙ্গে দর্শকপ্রিয়তা। শুধু নায়ক হিসেবে নয়, নিজেকে মেলে ধরেছেন একজন ভালো অভিনেতা হিসেবেও। আগামীর চলচ্চিত্রের সম্ভাবনাময় তারকা হিসেবে জ্বলে উঠেছেন তিনি।