21 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

ইনজুরিতে পড়ে অনিশ্চিত সাকার বিশ্বকাপ

লেখক থেকে আরো

আর মাত্র ১৮ দিন পর শুরু দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এর আগে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেলেন আর্সেনালের ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা। রোববার (৩০ অক্টোবর) নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান ২১ বছর বয়সী এই ইংলিশম্যান। এই ইনজুরির কারণে সাকার বিশ্বকাপে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

প্রিমিয়ার লিগে রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৫-০ গোলে বড় জয় পায় আর্সেনাল। এই ম্যাচে শুরুর একাদশেই ছিলেন আর্সেনাল ফরোয়ার্ড সাকা। তবে বেশিক্ষণ খেলতে পারেননি তিনি।

১৫তম মিনিটে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ব্যথা পান এই ফুটবলার। প্রাথমিকভাবে গোড়ালির চোট বলেই ধারণা করা হচ্ছে। তখন মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। তবে ২৬তম মিনিটে ফের পড়ে গেলে তাকে তুলে নেন কোচ মিকেল আর্তেতা। ম্যাচটিতে একটি অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ উইঙ্গার।  

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন সাকা। ইংল্যান্ড খুব করে চাইবে সাকার চোট যেন গুরুতর না হয় এবং বিশ্বকাপের আগে সময়মতো তিনি যেন সেরে ওঠেন। কারণ, ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনার গুরুত্বপূর্ণ সদস্য সাকা। যদিও নটিংহ্যামের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আর্তেতা বলেছেন, চোট গুরুতর হলেও বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই তার।

এবারের ফিফা বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। চূড়ান্ত স্কোয়াড জমা দিতে দলগুলোকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ ইরান, ওয়েলস ও যুক্তরাষ্ট্র।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ