24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন

লেখক থেকে আরো

রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে শেষ হাসি হাসল স্পেন। অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে কলম্বিয়ার করা আত্মঘাতী গোলে জয় পেয়েছে স্পেন। এই জয়ের ফলে স্পেন বিশ্বকাপ ট্রফি ধরে রাখল নিজেদের কাছেই।

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মাতে দলটি। ম্যাচের ৮২ মিনিটে আনা মারিয়ার আত্মঘাতী গোলেই কপাল পুড়ে কলম্বিয়ার। 

একটা সময় পর্যন্ত মনে হয়েছিল, নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হবে না। সহায়তা নিতে হবে অতিরিক্ত সময়ের। তবে কলম্বিয়ার একটা ছোট্ট ভুলই সব হিসেব ওলটপালট করে দেয়। 

আনা মারিয়া বল ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল জড়ান। আর এই গোলের হাত ধরেই চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসে স্পেন। ফিফা অনূর্ধ্ব-১৭ মেয়েদের বিশ্বকাপে এই নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো স্পেন। এর আগে ২০১৮ সালে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। 

এদিকে স্পেন এই বিশ্বকাপ জেতার ফলে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি শিরোপা জিতল। ২০২২ সালের বিশ্বকাপের আগে উত্তর কোরিয়াই ছিল সবচেয়ে বেশিবার অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ