মনুমেন্তাল স্টেডিয়ামে অল ব্রাজিলিয়ান ফাইনালে শনিবার (২৯ অক্টোবর) আথলেতিকোকে ১-০ গোলে হারিয়ে কোপা লিবের্তাদোরেসের শিরোপা জিতল ফ্লামেঙ্গো। ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি করেছেন সাবেক ইন্টার মিলান স্ট্রাইকার গাব্রিয়েল বারবোসা।
বল দখল এবং আক্রমণে যোজন-যোজন এগিয়ে ছিল ফ্লামেঙ্গো। পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল দখলের পাশপাশি প্রতিপক্ষের গোলবারে ১৫টি শট নিয়েছে ফ্লামেঙ্গোর ফুটবলাররা। এমনিতেই আক্রমণে দুর্বলতার, তার মাঝে ম্যাচের ৪৩ মিনিটেই লাল কার্ড দেখে বসেন আথলেতিকোকে পেদ্রো হেনরিক।
এর দুই মিনিট পরেই এভেরতন রিবেইরোর ক্রসে লক্ষ্যভেদ করেন গাবিগোল নামে পরিচিত ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বারবোসা।
একমাত্র গোলটি আগলে রাখায় দারুণ ভূমিকা ছিল দাভিদ লুইসের। চেলসির এই সাবেক ডিফেন্ডার ফ্লামেঙ্গোর রক্ষণ সামলেছেন অসামান্য দৃঢ়তায়। আক্রমণেও ভালো করেছে তারা।
এদিকে ২০০৫ সালের পর আবারও লিবের্তাদোরেসের শিরোপার খুব কাছে এসে খালি হাতে ফিরল আথলেতিকো। সেবারও ফাইনালে হেরেছিল দলটি।