21 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণ

লেখক থেকে আরো

প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচের ভেন্যু ছিল মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। ১৪৫ বছর আগে মেলবোর্নে অভিষেক টেস্টে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ১৯৭১ সালেও মেলবোর্নে দুই দেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুই দেশ। আজ দুই দেশ ফের মুখোমুখি হচ্ছে।

এবার টেস্ট কিংবা ওয়ানডে নয়। ২০ ওভারের ম্যাচে। টি-২০ বিশ্বকাপে দুই চির প্রতিদ্বন্দ্বী আজ আসরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় ‘হার্ট অব ক্রিকেট’ মেলবোর্নে টস করবেন স্বাগতিক অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ইংলিশ অধিনায়ক জশ বাটলার।

টসের পরপরই দুই দেশ পরস্পরের বিপক্ষে ২৪তম ম্যাচ খেলবে। পরিসংখ্যানে আগের ২৩ ম্যাচে ইংল্যান্ডের জয় ১১ এবং অস্ট্রেলিয়ার জয় ১০।

ফিঞ্চের অস্ট্রেলিয়া ২০ ওভারের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। ইংল্যান্ড বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে।

তবে দলটি আবার ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন। দুই দল সুপার টুয়েলভে তৃতীয় ম্যাচ খেলতে নামবে। স্বাগতিক অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে তাসমান সাগরের প্রতিবেশী নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৭৯ রানে। পরের ম্যাচে অবশ্য সহজেই ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে ফিঞ্চ বাহিনী। বিপরীতে ইংল্যান্ড প্রথম ম্যাচে পাত্তাই দেয়নি আফগানিস্তানকে।হারিয়েছে ৫ উইকেটে। পরের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হেরেছে প্রতিবেশী আয়ারল্যান্ডের কাছে। বৃষ্টিস্নাত ম্যাচটিতে ইংলিশরা ডার্ক ওয়ার্থ লুইস মেথড ম্যাচে হেরেছে ৫ রানে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ