28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আইপিএলের নিলাম হতে যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে!

লেখক থেকে আরো

আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন একটি দেশে, যাদের সঙ্গে ক্রিকেটেরই কোনো যোগসূত্র নেই। গুঞ্জন রয়েছে তুরস্কের ইস্তাম্বুলে হতে পারে নিলাম আয়োজন। বিসিসিআইয়ের বরাতে এমনটাই জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এবারের নিলাম হবে ছোট পরিসরে। চলতি বছরের শুরুতেই মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল। ফলে এবারের নিলামটি তেমন বড় পরিসরে হচ্ছে না।

প্রাথমিকভাবে বিসিসিআই ইস্তাম্বুল ও বেঙ্গালুরুকে আইপিএল নিলামের সম্ভাব্য কেন্দ্র হিসেবে বেছে রাখলেও বোর্ড কর্তাদের প্রথম পছন্দ তুরস্কের শহরটি। কয়েক দিন ধরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এ বিষয়ে বোর্ড আলোচনা চালাচ্ছে বলেও ভারতীয় গণমাধ্যমের খবর।

ভারতীয় ক্রিকেট বোর্ড আগেও আইপিএলের নিলাম দেশটির বাইরে আয়োজনের চেষ্টা করেছিল। একবার লন্ডনে নিলাম আয়োজন প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে খরচের কথা ভেবে শেষ মুহূর্তে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বেঁকে বসায় বিসিসিআইয়ের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তবে আইপিএলের মিডিয়া রাইটস রেকর্ড অঙ্কে বিক্রি হওয়ার পর এবার বিদেশে নিলাম আয়োজন অসম্ভব নয়। নভেম্বরের শুরুর দিকেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

এদিকে প্লেয়ার্স ড্রাফটে বাড়ছে দলগুলোর বাজেটও। নিলামে প্রতিটি দলের বাজেট হবে ৯৫ কোটি ভারতীয় রুপি। গত বছরের চেয়ে ৫ কোটি বেশি খরচ করতে পারবে দলগুলো।

আগামী বছর থেকে পুরোনো ফরম্যাটে ফিরছে আইপিএল। ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে খেলা হবে পরবর্তী আইপিএল। আগামী মৌসুম থেকে ১০টি দল নিজেদের ও প্রতিপক্ষের নির্দিষ্ট ভেন্যুতেই গ্রুপপর্বের ম্যাচগুলো খেলবে।

এর আগে সদ্য বিদায় নেয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী গত ২২ সেপ্টেম্বর ভারতের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে চিঠির মাধ্যমে জানিয়েছিলেন যে, প্রতিটি দলের নিজস্ব স্টেডিয়াম আছে। সেখানেই তারা নিজেদের হোম ম্যাচ খেলবে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ