22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সিত্রাংয়ের আঘাত: এখনও বিদ্যুৎহীন অনেক জেলা

লেখক থেকে আরো

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়ার আগে ও পরে দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলা বিদ্যুৎবিহীন হয়ে যাওয়ার ১৮ ঘণ্টা পরও বেশ কিছু জেলায় বিদ্যুৎ ফিরে আসেনি।

বিতরণ সংস্থাগুলো বলছে, তাদের কর্মীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন; কিছু এলাকায় অধিক পরিমাণে বিতরণ লাইন নষ্ট হওয়ায় মেরামতে সময় বেশি লাগছে। দিনের শেষভাগে অগ্রগতি ও ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র জানাতে পারবেন তারা।

মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরের শহরাঞ্চল বিদ্যুৎবিহীন ছিল। উপকূলের আরও অনেক জেলার বড় অংশে বিদ্যুৎ ফেরেনি।

ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার সন্ধ্যা থেকে রাতভর ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। যাওয়ার আগে আঘাতের ছাপ রেখে গেছে উপকূলীয় জেলাজুড়ে। এর বড় একটা প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থায়।

দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ওইসব এলাকার বাসিন্দাদের ভোগান্তিও বাড়ছে। হাসপাতালসহ জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে। মোবাইল ফোন ও ইন্টারনেট যোগাযোগে বিভ্রাটও কাটেনি।

মঙ্গলবার ভোর নাগাদ ঝড়ের বিপদ কেটে গেলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বাতাসের তীব্রতাও স্বাভাবিকের চেয়ে বেশি।

এমন পরিস্থিতির মধ্যেই লাইন মেরামত করে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে সকাল থেকে কাজে নেমে পড়েছেন বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর কর্মীরা।

কুমিল্লা জোনের পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি ওজোপাডিকোর আওতাধীন ঝালকাঠি জেলা শহর, জেলার কাঠাঁলিয়া উপজেলা, ভোলার চরফ্যাশন, ফরিদপুরের ভাঙ্গা ও গোয়ালন্দায় চলছিল মেরামত কাজ।

ওজোপাডিকোর উপ সহকারী প্রকৌশলী শুভ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিতরণ লাইনে বড় বড় গাছ আছড়ে পড়েছে। কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে; তার ছিঁড়ে গেছে। সে কারণে মেরামতে একটু বেশি সময় লাগছে। মেরামত কাজ শেষ করতে আরও কয়েক ঘণ্টা লেগে যাবে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুরের শহরাঞ্চল বিদ্যুৎবিহীন ছিল। উপকূলের আরও অনেক জেলার বড় অংশে বিদ্যুৎ ফেরেনি।

ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার সন্ধ্যা থেকে রাতভর ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে। যাওয়ার আগে আঘাতের ছাপ রেখে গেছে উপকূলীয় জেলাজুড়ে। এর বড় একটা প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থায়।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ