28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

বছরে ৩৮০ কোটি টাকার বেশি আয় করেন যে ইউটিউবার

লেখক থেকে আরো

সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করা, বিকল্প পেশা হিসেবে বর্তমানে দারুণ জনপ্রিয়। আর হবে নাই বা কেন? সফল কনটেন্টমেকারদের রোজগার জানলে মাথা ঘুরে যেতে পারে। তাদের একজন মার্ক ফিসবাক, যিনি পরিচিত মার্কিপ্লায়ার নামে। এই ইউটিউবারের চ্যানেলে ৩ কোটি ৩০ লাখেরও বেশি গ্রাহক রয়েছে। আর বছরে তার উপার্জন ৩৮ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৩৮০ কোটি টাকার বেশি।

সম্প্রতি এ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি এত বেশি অর্থ উপার্জন করেন, যে মাঝে মাঝে তার মনে হয় পুরো ব্যবস্থার সঙ্গে তিনি প্রতারণা করছেন।

মার্ক জানিয়েছেন, তিনি এত বেশি অর্থ উপার্জন করেন, যা ভাবনার বাইরে। ‘ইমপালসিভ’ নামে এক পডকাস্টে এ সম্পর্কে আলোচনা করেছেন তিনি।

তিনি বলেন, আমি অস্বাভাবিক পরিমাণ অর্থ উপার্জন করি। এতটাই যে আমার মাঝে মাঝে এটা অন্যায্য বলে মনে হয়। আমার এটা নিয়ে কথা বলতেও অসুবিধা নেই। এত সাফল্য পাওয়া ব্যবস্থার সঙ্গে প্রতারণার মতো মনে হয়। আমি শুধু চাই কনটেন্ট তৈরি করতে, আর অন্যদেরকেও কনটেন্ট তৈরির বিষয়ে অনুপ্রাণিত করতে।

তিনি আরও বলেন, কিন্তু অর্থ এমন একটা জিনিস, যা আমি অস্বীকার করতে পারি না। অস্বীকার করা ভণ্ডামি হবে। বোকামি হবে। আমি যা করতে চাই, তা করতে পারি। আমি যা খেতে চাই, খেতে পারি। আমার মাথার ওপর ছাদ রয়েছে। আমি যা করতে চাই, যখন করতে চাই করতে পারি। আমি চাই অভাবী মানুষদের অর্থ সহায়তা করতে। আমার বন্ধুদেরও বিনিয়োগ করার চেষ্টা করি, আশা করি তারা সফলতা পাবে।

শুধু মার্ক ফিসবাকই নয়, আরেক ইউটিউবার জিমি ডোনাল্ডসনও সম্প্রতি তার অস্বাভাবিক উপার্জনের বিষয়ে মুখ খুলেছেন। মি. বিস্ট নামে পরিচিত এই ব্যক্তি জানিয়েছেন, তিনি তার চ্যানেলের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব পেয়েছিলেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ