16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫

স্কুলজীবনে প্রেমের অভিজ্ঞতা শেয়ার করলেন কোয়েল

লেখক থেকে আরো

বিখ্যাত টালিউড অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। খুব কম বয়সেই সিনেমায় আসেন এ অভিনেত্রী। নাটের গুরু ছবি দিয়ে টালিউডে পা রেখেছিলেন তিনি। তবে প্রথম ছবি থেকেই দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হন কোয়েল।

সেই যে শুরু হলো তার পর থেকে আর ফিরে দেখতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক কমার্শিয়াল হোক বা ফিচার ফিল্ম নিজের দুর্দান্ত অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন করেছেন প্রতিবারই।

আসলে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে বেশি পছন্দ করেন কোয়েল। খুব কম মুখ খোলেন পরিবার নিয়ে। তবে সেই নীরবতা ভেঙেছিল বনির সঙ্গে আড্ডার সময়। ছোটবেলায় গৃহশিক্ষকের কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাবের গল্প শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। 

প্রশ্নটা বনিই করেছিলেন, তোমাকে নাকি গৃহশিক্ষক প্রেমের প্রস্তাব দিয়েছিল? আর তাতে কোয়েল বেশ অবাক হন! জিজ্ঞেস করেন, তোমার সোর্স এটিও জানে? হাসতে শুরু করে দেন কোয়েল। তার পর অবশ্য খুলেই বলেন গোটা ঘটনা। জানান তখন তিনি ক্লাস সেভেন কী এইট! সায়েন্স টিচারও সবে কলেজ থেকে বেরিয়েছে, চাকরি খুঁজছে এ রকম। 

তো একদিন সেই শিক্ষক এসে কোয়েলকে বললেন, তোমাকে আজকে একটা কথা বলব। আগে আজকের পড়া শেষ করে নাও তার পর। কোয়েলের সরল মন প্রথমে ভেবেছিল, শিক্ষক বুঝি নতুন চাকরি পেয়েছেন, আর সেটিই বলবেন। তিনিও জোর করতে থাকেন। তবে শিক্ষক বলেন, পড়ানোর শেষেই বলবেন। কারণ এতে নাকি সেদিনের পড়াটাই নষ্ট হতে পারে। 

নায়িকার কথায়, যথারীতি পড়া শেষ হলো। আর উনিও বললেন সেই থ্রি ম্যাজিকাল ওয়ার্ডস। শুনে তো আমার মুখ সাদা। ভয় করতে শুরু করেছিল। উনি আমাকে সে কথা বলে নিচে নেমে গেলেন। রোজ আমি শিক্ষকের সঙ্গেই নামতাম। মা খবর নিত কতটা পড়া হলো, কী পেরেছি আর্ কী পারিনি। সেদিন আর আমার নামার সাহস হয়নি। পরে শিক্ষক চলে যেতে মাকে সব বললাম।

কোয়েল জানান, তার পর সেই শিক্ষককে আর পড়াতে আসতে দেননি মা দীপা। অভিনেত্রী সঙ্গে এটিও জানান, এ ব্যাপারে বাবার সঙ্গে তার কোনো কথা হয়নি। মা বলে থাকতেও পারে!

আর তাতে বনির হাসতে হাসতে জবাব, হ্যাঁ শুনলেই চাবকে চামড়া তুলে নিত!

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ