টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ৫ ম্যাচেই জেতাতে চান দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। বৃহস্পতিবার ব্রিসবেনে শ্রীরাম বলেন, ‘সম্ভব হলে পাঁচ ম্যাচেই জিততে চাই। সব দলই জেতার জন্য খেলে। তবে আমাদের বাস্তবতা বুঝতে হবে।’
প্রথম রাউন্ড পেরিয়ে আসা নেদারল্যান্ডসকে সুপার টুয়েলভে প্রথম প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচ ছাড়া বাকি সবগুলোই বেশ শক্ত প্রতিপক্ষ – ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
অবশ্য এখনই পাঁচ ম্যাচ জয়ের কথা ভাবতে চান না শ্রীরাম। তিনি বলেন, ‘একটি একটি করে ম্যাচ খেলে এগোনো গুরুত্বপূর্ণ। আমরা আগে প্রথম ম্যাচ নিয়ে ভাবব। ম্যাচের মধ্যেও ভাবতে হবে। ম্যাচের ছোট ছোট অংশ জিততে হবে। একই সঙ্গে পাঁচ ম্যাচ নিয়ে ভাবলে চাপ বাড়বে। একটা করে ম্যাচ ধরে এগোনোই ভালো।’
এদিকে দলে বিগ হিটার নেই। অথচ, বড় মাঠকেই সুযোগ হিসাবে দেখছেন শ্রীরাম। তিনি বলেন, ‘বড় মাঠ আমাদের জন্য সহায়ক হবে। আমাদের ব্যাটাররা গতি কাজে লাগাতে পছন্দ করে। আমাদের পাওয়া হিটার নেই। তারা সঠিক জায়গায় বল মারতে পারে। রানিং বিটউইন দ্য উইকেট ভালো হয়।’