27 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সংঘাত এড়িয়ে ঢাকায় বড় সমাবেশ করতে চায় বিএনপি

লেখক থেকে আরো

সব ধরনের সংঘাত এড়িয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বড় জমায়েত ঘটাতে চায় বিএনপি। ৯ বিভাগীয় গণসমাবেশ শেষ করার পর, প্রত্যাশা অনুযায়ী জমায়েত ঘটিয়ে দেশে ও বিদেশে সাংগঠনিক শক্তি জানান দিতে চায় দলটি। দলটির নীতিনির্ধারকরা মনে করেন, স্মরণকালের এই মহাসমাবেশ আগামীদিনে তত্ত্বাবধায়ক সরকার ও খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে চলমান আন্দোলনে গতি আনতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। বিএনপির দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা কোনো সংঘাত চাই না। শান্তিপূর্ণভাবে রাজধানীতে স্মরণকালের সবচেয়ে বড় একটি মহাসমাবেশ করতে চাই। এখান থেকে আমাদের পরবর্তী করণীয় ঘোষণা করা হবে।’ ঢাকাসহ বিভাগীয় সমাবেশ কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরে বিএনপির এ নীতিনির্ধারক বলেন, ‘এই সমাবেশ-মহাসমাবেশ করার একমাত্র কারণ হচ্ছে আন্দোলনের ভিত্তি তৈরি করা। কিছুদিন আগে তৃণমূল পর্যায়ে কর্মসূচি করেছি। সেখান থেকে এখন বিভাগীয় সমাবেশ করছি।’

তবে ঢাকার সমাবেশ নিয়ে বিএনপির নীতিনির্ধারকদের মাঝে নানা শঙ্কা কাজ করছে। গত ১২ অক্টোবর চট্টগ্রাম ও ১৫ অক্টোবর ময়মনসিংহের গণসমাবেশে যেসব প্রতিকূল অবস্থা মোকাবিলা করতে হয়েছে, অন্য বিভাগের চেয়ে ঢাকার সমাবেশে তার চেয়ে বেশি বাধা-বিপত্তি মোকাবিলা করতে হবে। এ অবস্থায় সামনের কর্মসূচিগুলো কতটা শান্তিপূর্ণভাবে করা যাবে, তা নিয়ে নীতিনির্ধারকদের সংশয় আছে। কারণ শান্তিপূর্ণ কর্মসূচিতে যেভাবে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে তা সরকারকে চাপে ফেলেছে বলে তারা মনে করেন। এ অবস্থায় বক্তব্য-বিবৃতি দেওয়ার ক্ষেত্রে দলীয় নেতাদের সবাইকে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষ করে ঢাকায় ১০ ডিসেম্বরের মহাসমাবেশকে সামনে রেখে দলের সম্প্রতি কয়েকজন নেতার রাজনৈতিক বক্তব্যে নিয়ে বিএনপির ভেতরে ও বাইরে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ ধরনের বক্তব্য বিএনপির চলমান আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে- এমন শঙ্কা থেকে বক্তব্য দেওয়া নেতাদেরও সতর্ক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ