23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

রাশিয়া থেকে তেল কিনতে চায় পাকিস্তানও

লেখক থেকে আরো

ইউক্রেনে আগ্রাসনের পর থেকেই চলতি বছরের ফেব্রুয়ারিতে কম দামে রুশ তেল কিনছে ভারত। মস্কো থেকে দিল্লির তেল কেনা মোট আমদানির ২ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ হয়েছে ৷ উচ্চ বৈশ্বিক মূল্যের আলোকে ‘মুদ্রাস্ফীতি-ব্যবস্থাপনা’ পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করে ভারত। এবার সেই পথে হাটতে চায় পাকিস্তানও। ভারতের দামেই তেল কিনতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন দেশটি অর্থমন্ত্রী ইসহাক দার।

দার ক্রমাগত রাশিয়ান অপরিশোধিত আমদানির পক্ষে যুক্তি দিয়েছেন। গত মাসে, তিনি রাশিয়ান অপরিশোধিত আমদানির ক্ষেত্রে ভারত মতো সমান অগ্রাধিকার পায় তা নিশ্চিত করতে পশ্চিমের সাথে প্রচারণা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন।

মন্ত্রী দাবি করেছেন যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার উপর ২০ থেকে ৩০ শতাংশ ছাড় পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে সাহায্য করবে। মন্ত্রী আরও বলেন, তার দেশে বর্তমানে ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার জন্য প্রায় ১৬ বিলিয়ন ডলার প্রয়োজন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক উভয়ই পাকিস্তানের ফেডারেল অর্থমন্ত্রীর সাম্প্রতিকতম বিবৃতির আগে পাকিস্তানের জন্য তাদের প্রবৃদ্ধির অনুমান সংশোধন করেছে।

আইএমএফ গত সপ্তাহে তার বিশ্ব অর্থনৈতিক আউটলুক রিপোর্টে কাউন্টারিং দ্য কস্ট-অফ-লিভিং ক্রাইসিস শিরোনামে একটি সতর্কতা জারি করেছে যে ২০২৩ সালে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ২.৭ শতাংশে নেমে যেতে পারে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ