23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ছাত্রলীগের ১৪ নেতা-কর্মীর নামে মামলার আবেদন

লেখক থেকে আরো

৭ অক্টোবর ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে

হামলা-মারধরের ঘটনায় ছাত্রলীগের ১৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলার আবেদন করেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা। আবেদনে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন করা হয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন বাদীর জবানবন্দি রেকর্ড করেন, তবে তিনি কোনো আদেশ দেননি। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস।

মামলার আবেদনে বলা হয়, বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে ৭ অক্টোবর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে হামলা করেন। ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। হামলায় পরিষদের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী আহত হন। পরে তাঁরা চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানেও তাঁদের ওপর হামলা চালান আসামিরা।

ছাত্রলীগের যে ১৪ জন নেতা-কর্মীর নামে মামলার আবেদন করা হয়েছে, তাঁরা হলেন—মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহামুদ, রফিকুল ইসলাম, শাকিল মিয়া, তানভীর হাসান, রনি মুহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহীম ও আরিফ শাহরিয়ার।

একই ঘটনায় ছাত্রলীগের দুই নেতার করা মামলায় পরিষদের ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ৮ অক্টোবর তাঁদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ১১ অক্টোবর তাঁদের জামিন আবেদন আদালতে নাকচ হয়।

দুই মামলায় পরিষদের ২৪ নেতা-কর্মীর প্রত্যেককে ৭ দিন করে ১৪ দিন রিমান্ডে নিতে ১৩ অক্টোবর আদালতে আবেদন করে শাহবাগ থানার পুলিশ। এই আবেদনের ওপর শুনানির জন্য ২০ অক্টোবর তারিখ ধার্য রয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারের লাশ উদ্ধার করা হয়। গত বছরের ডিসেম্বরে আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত, ৫ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডিত ব্যক্তিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মী।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ