27 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

এবার ইডেন কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী নির্যাতন-হেনস্তার অভিযোগ

লেখক থেকে আরো

এবার ইডেন মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের বিরুদ্ধে এক ছাত্রীকে কক্ষে নিয়ে ছয় ঘণ্টা আটকে রেখে মানসিক টর্চার, হেনস্তা করার অভিযোগ উঠেছে।

কলেজের মার্কেটিং বিভাগের নুসরাত জাহান কেয়া রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের সামনে গতকাল (সোমবার) রাতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।তিনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

কেয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘আমি ১২টার সময়ে ট্রান্সক্রিপ্টের জন্য এবং অফিশিয়াল কিছু কাজে গেলে শিক্ষকেরা আমাকে অধ্যক্ষের রুমে নিয়ে যান। সেখানে আমাকে নানাভাবে হয়রানি করা হয়। ৬ ঘণ্টা আটকে রেখে জোরপূর্বক একটি অঙ্গীকারনামা নেওয়া হয়।’

কোন বিষয়ে তার কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়? এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে জবাবে কেয়া বলেন, ‘ইডেন কলেজে ছাত্রলীগের নির্যাতন, চাঁদাবাজি ও সিট বাণিজ্যের বিষয়ে আমি রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে বক্তব্য দিয়েছিলাম তাই আমাকে জোরপূর্বক অঙ্গীকারনামা দিতে বাধ্য করা হয়েছে। শিক্ষকদের হয়রানি ও মানসিক নির্যাতনে আমি অসুস্থ হয়ে পড়ি।’

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ