অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের প্রথম পর্ব মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের আট দলে নেই বাংলাদেশ।
সরাসরি মূল পর্বে খেলবে এবার টাইগাররা। আগামী ২৪ অক্টোবর প্রথম পর্বের রানারআপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।
তবে এর আগে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার একটি অনুষ্ঠিত হচ্ছে আজ।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টসে হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।
প্রথম ১০ ওভারে মাত্র ৬৭ রান তুলতে পেরেছে মোহাম্মদ নবির দল।
দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। হজরতউল্লাহ জাজাইকে (১৬ বলে ১৫) মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানান তাসকিন আহমেদ।
ঝড় তুলতে চেয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। ১৮ বলে ২৬ রানে তার উইকেটটি তুলে নেন সাকিব, আফিফ ধরেন ক্যাচ। নবম ওভারে ৬১ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১.৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৮০ রান। ইব্রাহিম জাদরান ২২ আর দারউইস রাসুল ১৩ রানে অপরাজিত আছেন।
টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ আফগানিস্তান। মুখোমুখি দেখায় দুই দল খেলেছে ৮টি ম্যাচ। যার মধ্যে ৫টিতেই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টি।