প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চমকে দিয়েছে নামিবিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটিও হলো রোমাঞ্চকর। জিলংয়ে ‘লো স্কোরিং থ্রিলারে’ সংযুক্ত আরব আমিরাতের ১১২ রানের লক্ষ্য নেদারল্যান্ডস পেরিয়েছে ১ বল ও ৩ উইকেট বাকি রেখে।
রান তাড়ায় বেশ ভালো শুরুর পর সহজ জয়ের পথেই ছিল ডাচরা, মাঝে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও প্রিঙ্গলের ২৭ রানের জুটিতে সে চাপ কমায় নেদারল্যান্ডস। জয়ের জন্য ৯ রান বাকি থাকতে প্রিঙ্গল আউট হলেও লোগান ফন বিককে নিয়ে নেদারল্যান্ডসকে পার করান অধিনায়ক এডওয়ার্ডস। ২০১৬ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের এটি প্রথম জয়, গত আসরে জয়শূন্যই ছিল দলটি।
বিস্তারিত আসছে…