শ্রীলঙ্কা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আজ, নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে প্রথম ম্যাচটি শ্রীলঙ্কা খেলতে নেমেছে একটি খারাপ খবর নিয়ে। শুরুর আগেই শেষ হয়ে গেছে দলটির বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কার বিশ্বকাপ।
নামিবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য নিজেকে ঝালিয়ে নিতে গতকাল অনুশীলন করছিলেন মাদুশঙ্কা। নেটে দ্বিতীয় ওভারটি করতে যাওয়ার সময় চোট পান হাঁটুতে।
খোঁড়াতে খোঁড়াতে অনুশীলন থেকে চলে যান ২২ বছর বয়সী পেসার। পরে এমআরআই স্ক্যান থেকে জানা যায়, চোট মোটামুটি গুরুতরই। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না তাঁর।
মাদুশঙ্কার বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা দল। তবে ধারণা করা হচ্ছে, কাসুন রাজিতা বা বিনুরা ফার্নান্দো হতে পারেন তাঁর বিকল্প।
আগস্টে এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক মাদুশঙ্কার। অসাধারণ বোলিং করে দুষ্মন্ত চামিরা-লাহিরু কুমারাবিহীন শ্রীলঙ্কান পেস আক্রমণকে সাদামাটা মনে হতে দেননি। এশিয়া কাপে ৬ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৭৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
এশিয়া কাপের সাফল্যের ধারায় আজ নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচও খেলার কথা ছিল মাদুশঙ্কার। কিন্ত গতকাল পাওয়া চোট এলেমেলো করে দিয়েছে সবকিছু। বিশ্বকাপ শেষ হবে ১৩ নভেম্বর। এর আগে মাদুশঙ্কার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
নামিবিয়ার বিপক্ষে টসে মাদুশঙ্কার ছিটকে যাওয়া নিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে অনুশীলনে চোট পেয়েছে মাদুশঙ্কা। ওকে আমরা পাচ্ছি না। ওর জায়গায় আজ প্রমদ মাদুশান খেলবে।
মাদুশঙ্কা ছিটকে গেলেও নামিবিয়া ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা দলে ফিরেছেন দুষ্মন্ত। গত মাসে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানো দলে এই একটিই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা।