লিগ ওয়ানে লিওনেল মেসি ও নেইমারের পিএসজির মুখোমুখি হবে মার্শেই। পূর্ণ তিন পয়েন্ট পেয়ে শীর্ষস্থান ধরে রাখার প্রত্যয় প্যারিসিয়ানদের। প্যারিসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায়। অন্যদিকে, একই সময় সিরি আয় এসি মিলানকে আতিথ্য দেবে ভেরোনা।
মৌসুমের শুরুটা দারুণ হলেও লিগ ওয়ান কিংবা চ্যাম্পিয়ন্স লিগে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পিএসজির। সবশেষ তিন ম্যাচ ড্র করায় ব্যাকফুটে প্যারিসিয়ানরা। চ্যাম্পিয়নস লিগের ব্যস্ততা শেষে এবার লিগ ওয়ানে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মেই। যেখানে তাদের প্রতিপক্ষ মার্শেই। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার পিএসজি। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে মার্শেই।
লিগ ওয়ানে সবশেষ রেইমসের বিপক্ষে ড্র করে হোঁচট খেয়েছিল ক্রিস্টোফার গালতিয়েরের দল। এবার ড্রয়ের বৃত্ত থেকে বেরিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চায় ১০ বারের শিরোপা জয়ীরা। প্রতিপক্ষ মার্শেইও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না।
যদিও সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা শক্তিমত্তার বিচারে এগিয়ে প্যারিস সেইন্ট জার্মেই। পরিসংখ্যানও কথা বলছে, স্বাগতিকদের পক্ষে। দু’দলের ৫৯ বারের দেখায় পিএসজির ৩১ জয়ের বিপরীতে মার্শেইয়ের জয় মাত্র ১৬টি। তারপরও চলতি বছরের এপ্রিলে সবশেষ দেখায় ২-১ গোলের জয় বাড়তি আত্মবিশ্বাস যোগাবে প্যারিসিয়ানদের।
স্বস্তির খবর ইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। তাই আর্জেন্টাইন সুপার স্টারের সঙ্গে আক্রমণভাগে জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত নেইমার ও এমবাপ্পেরা। সবমিলিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলে পূর্ণ তিন পয়েন্ট পেতে চায় পিএসজি শিবির।
পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের বলেন, লিওনেল মেসি অনুশীলনে ফেরাটা দলের জন্য স্বস্তির। আশা করছি শতভাগ ফিট থাকলে একাদশে খেলবে আর্জেন্টাইন তারকা। যদিও ড্রয়ের বৃত্ত থেকে আমাদের বের হতে হবে। মেসি-নেইমার- এমবাপ্পের রসায়নটা জমে উঠবে। ইতিবাচক ফুটবল খেলে পূর্ণ তিন পয়েন্ট পেতে চাই আমরা।
এদিকে, ইতালিয়ান সিরি আয় এসি মিলানকে আতিথ্য দেবে ভেরোনা। ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে এসি মিলান। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১৮ তম স্থানে ভেরোনা। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে চেলসির কাছে হারের আক্ষেপে পোড়ে ইতালিয়ান জায়ান্টরা। তবে সিরি আয় সবশেষ য়্যুভেন্তাসের বিপক্ষে জয় অনুপ্রেরণা যোগাচ্ছে অতিথিদের।
বেশকটি ম্যাচে সাইড বেঞ্চে থাকা সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ এ ম্যাচেও থাকছেন একাদশের বাইরে। তবে অলিভার জিরুদ-হার্নান্দেজদের ওপর ভরসা রেখেছেন এসি মিলান কোচ স্টেফানো।