রাজধানীর ইডেন মহিলা কলেজের ভেতর বিষপানে আব্দুল করিম (১৭) নামে এক ক্যান্টিন বয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেকে নিযুক্ত পুলিশের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আব্দুল করিম চাঁদপুরের কচুয়া উপজেলার বাগমারা গ্রামের আবুল হোসেনের ছেলে।
ইডেন কলেজের বঙ্গমাতা হলে থেকে সে ক্যান্টিন বয় হিসেবে কাজ করত।
তার সহকর্মী মো. মাহফুজ জানান, শনিবার দুপুরে ক্যান্টিনের কাজ শেষে ৩ টার দিকে বাইরের দোকানে যায় করিম। কিছুক্ষণ পর কলেজের জেবুন্নেছা হলের সামনে এসে অচেতন হয়ে পড়ে। উদ্ধার করে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে সে মারা যায়। তার কাছে ইঁদুর মারার বিষ পাওয়া গেছে।