৩০ সেপ্টেম্বর আড়াই বছরের সন্তান শেহজাদকে প্রথম প্রকাশ্যে আনেন শাকিব ও বুবলি। আর বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই উঠেছে আরও এক গুঞ্জন। শোনা যাচ্ছে এর মধ্যেই দু’জনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। শাকিবের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান—সবকিছু নিয়েই এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন বুবলি। অবশেষে মুখ খুললেন।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়কের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে খোলাখুলি বললেন পুরোটাই গুজব। তাঁদের কি সত্যিই কি বিচ্ছেদ হয়েছে? প্রশ্ন করা হলে বুবলি বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এ খবর কোথা থেকে এল, বুঝতে পারছি না। এটি পুরাটাই মিথ্যা।
দেখুন, আমরা যে দিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর, ভাল খবর প্রকাশ করলাম, সেদিনই এ মিথ্যা খবর এল। আপনারা তো প্রেম ও বিয়ের খবর আগে থেকেই কিছুটা হলেও জানতেন। এ বিষয়ে খবরও প্রকাশিত হয়েছে।”
বুবলি আরও বলেন, “আমার ধারণা, তৃতীয় পক্ষ কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়িয়েছে। সেই পক্ষ সাংবাদিক ভাইদের এ বিষয়ে মিথ্যা খবরটি লিখতে উৎসাহিত করেছে।” আপাতত ছেলেকে সঙ্গে নিয়ে সুখে সংসার করতে চান নায়িকা।