ময়মনসিংহে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার (১৫ অক্টোবর) সকাল থেকে শেরপুরে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। ফলে ব্রহ্মপুত্র নদ হয়ে ট্রলারযোগে সমাবেশে যাচ্ছেন নেতাকর্মীরা। তবে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাট থেকে ৩৬টি ট্রলারে প্রায় চার হাজার নেতাকর্মী সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করেন।
শেরপুর জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ বলেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই নিরাপত্তার স্বার্থে মহাখালী মালিক সমিতির নির্দেশনায় শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের যেসব বাস ময়মনসিংহ হয়ে যাতায়াত করে তা বন্ধ রাখা হয়েছে।