23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

যে কারণে পাকিস্তানকে বিপজ্জনক বললেন বাইডেন

লেখক থেকে আরো

পাকিস্তানকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, বিশ্বে সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে পাকিস্তান একটি যার কোনো সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে (ক্যালিফোর্নিয়া) ডেমোক্র্যাটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির রিসেপশনে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। সেই সময় তিনি রাশিয়া ও চীনেরও সমালোচনা করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন যখন চীন এবং ভ্লাদিমির পুতিনের রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছিলেন তখন পাকিস্তান সম্পর্কে এই মন্তব্য করেন। বাইডেন এই সময় পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে মনে করেন বলে জানান।

এছাড়া তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে বলেন, এই একজন লোক শি যে বোঝে তিনি কি চান কিন্তু তার অনেক বড় সমস্যা রয়েছে। আমরা কীভাবে তা নিয়ন্ত্রণ করবো। রাশিয়ায় যা ঘটছে তা কীভাবে নিয়ন্ত্রণ করবো এবং আমি মনে করি বিশ্বে সবচেয়ে বিপজ্জনক দেশের মধ্যে পাকিস্তান একটি যার কোনো সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে আরও ভাঁটা পরতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র এনডিটিভি

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ