ইরাকের পার্লামেন্ট সদস্যের ভোটে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল লতিফ রশিদ। ৭৮ বছর বয়সী রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবীদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পার্লামেন্টে দুই দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনি ১৬০ ভোট নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। রশিদ সালেহকে হারিয়েছে ৯৯ ভোটে ।
রশিদ ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। ২০০৩-২০১০ সাল পর্যন্ত ইরাকে পানিসম্পদ মন্ত্রী ছিলেন তিনি। নতুন সরকার গঠনে ১৫ দিনের মধ্যে বৃহত্তম জোটকে আমন্ত্রণ জানাবেন তিনি।
গত ৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ইরাকে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টা চালানো হয়। কিন্তু প্রত্যেকবার এ চেষ্টা ব্যর্থ হয়। ইরাকে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিক। কিন্তু সরকার গঠনের আগে প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। সেটিই সম্ভব হচ্ছিল না। এখন সরকার গঠনে আর কোনও বাধা থাকল না।
সূত্র : আল-জাজিরা