21 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বিএনপি কর্মীদের বিরুদ্ধে মামলার ব্যাপারে যা বলল আলজাজিরা

লেখক থেকে আরো

গত ২২শে আগস্ট থেকে পুলিশ সহিংসতার অভিযোগে কমপক্ষে ৪ হাজারেরও বেশি দলীয় সমর্থক ও নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ বরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুখপাত্র সাইরুল কবির খান। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।

বার্তা সংস্থা এএফপি’র সঙ্গে এক সাক্ষাতকারে বিএনপির মুখপাত্র সাইরুল কবির বলেছেন, প্রায় ২০ হাজার অজ্ঞাত বিএনপি সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সাম্প্রতিক মাসগুলোতে সরকার বিরোধী সমাবেশে বিএনপির পাঁচজন কর্মী নিহত এবং ২ হাজারেরও বেশি আহত হয়েছেন।

তিনি বলেন,ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সমাবেশে যখন সহিংস হামলা চালায়, তখন পুলিশ হস্তক্ষেপ করেনা। কিন্তু যদি আমরা প্রতিশোধ নেই, তখন তারা প্রতিক্রিয়া শুরু করে। তিনি আরও অভিযোগ করেন, পুলিশ কোনো নিরপেক্ষ বাহিনী নয়।

নিউইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সোমবার গণগ্রেপ্তার এবং বিএনপি নেতাদের বাড়িতে পুলিশি অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর বিএনপির পক্ষ থেকে এই মন্তব্য এসেছে।

এদিকে, টেলিফোনে আনাদোলু নিউজ এজেন্সির সাথে কথা বলার সময়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এইচআরডব্লিউ রিপোর্টকে ‘১০০ শতাংশ রাজনৈতিক প্রচার’ বলে অভিহিত করেছেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ