28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

ধানমন্ডিতে সড়কে ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ, অবরোধ

লেখক থেকে আরো

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে ধানমন্ডির অরচার্ড পয়েন্টের সামনে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা দুইটার দিকেও সেখানে বিক্ষোভ চলছে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও বিক্ষোভে অংশ নিয়েছেন। তাঁদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য বোঝানো হচ্ছে। কিন্তু তাঁরা সড়ক ছাড়ছেন না।

পুলিশ বলছে,  দুপুর ১২টার দিকে ভিকারুননিসা নূনের ধানমন্ডি শাখা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অবস্থান নেন অভিভাবকেরাও। তারপর তাঁরা মিরপুর সড়কে অবস্থান নেন। সেখানে তাঁরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্লোগান দিচ্ছেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ