28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

এক কুমড়ার ওজন ১ হাজার ১৫৮ কেজি

লেখক থেকে আরো

১ হাজার ১৫৮ কেজি ওজনের একটি কুমড়া ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কৃষক। গড়েছেন রেকর্ডও। তবে অল্পের জন্য হাতছাড়া হয়েছে বিশ্ব রেকর্ড। 

নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেসের ক্ষেতে ফলেছে এ বিশাল কুমড়া। যা দিয়ে তিনি নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছেন। তবে অল্পের জন্য বিশ্ব রেকর্ডের গড়তে পারেননি স্কট অ্যান্ড্রেস। এর আগে ইটালির এক কৃষক এক হাজার ২২৫ কেজি ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।

স্কট জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডের। যার কারণে তিনি দিন-রাত এক করে কুমড়ার দেখাশোনা করে গেছেন। এদিকে, বিশ্ব রেকর্ড না করতে পারলেও উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ার রেকর্ড তারই দখলে। আর তাতেই তিনি সন্তুষ্ট।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ