21 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

হোয়াটসঅ্যাপে চালু হবে নতুন নিয়ম!

লেখক থেকে আরো

এবার ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে নয়া ফিচার। এই আপডেটটি পেতে ইউজাররা অনেকদিন ধরেই প্রতীক্ষা করছিলেন। অবশেষে হোয়াটসঅ্যাপ তার বিটা ভার্সানে এই আপডেটটি নিয়ে এল।

বলা হচ্ছে, এবার থেকে ইউজাররা হোয়াটসঅ্যাপে আর স্ক্রিনশট নিতে পারবেন না। উল্লেখ্য এই ধরনের ফিচার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতো প্ল্যাটফর্মে রয়েছে অনেকদিন আগে থেকে। প্রাইভেসি এবং সিকিউরিটির জন্যই এই বৈশিষ্ট্য রাখা হয়ে থাকে।

WABetaInfo জানিয়েছে, প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপ এর বিটা ভার্সানে এই ফিচারটি আনা হবে। সেটির পরীক্ষামূলক ট্রায়ালও করা হবে। তারপর সব ভার্সানে আনা হবে এই আপডেট। অনেকে এই ফিচার নিয়ে অসন্তোষও প্রকাশ করেছে। যদিও কেবল “View Ones” এই ফিচারটি থাকবে বলে জানান হয়েছে।

গত বছর, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছিল যেখানে যে কোনও ছবি “ভিউ ওয়ানস” এ পাঠানো যেতে পারে। সেখানে ছবি বা ডকুমেন্টস যাতে খোলার পরে ছবিটি অদৃশ্য হয়ে যায়। এই ফিচারটি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ এও রয়েছে। আগে এই ভিউ ওয়ানস এর মেসেজের স্ক্রিনশট নিলে তা ইউজারকে জানিয়ে দিত হোয়াটসঅ্যাপ। এবার অবশ্য স্ক্রিনশট নেওয়াই যাবে না। প্ল্যাটফর্মের গোপনীয়তা বজায় রাখতেই এই আপডেট, এমনটাই জানান হয়েছে। তাও যদি কোনও ইউজার স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করেন, WhatsApp একটি পপ-আপ মেসেজ দেখাবে। যেখানে লেখা থাকবে- “Can’t take screenshot due to security policy”।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ