নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৬০ জন। রোববার (৯ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা এজেন্সির আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এসময় এতে ৮৫ জন যাত্রী ছিল।
আনাম্বার রাজ্যের গভর্নর চুকোমা চার্লস সোলুডু এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আনাম্বারা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির প্রধান বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুরের দিকে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা বিভাগটি।
নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল ও তা চালু হওয়ার কিছু সময় পরই একের পর এক ঢেউয়ের তোড়ে সেটি উল্টে গিয়ে ডুবে যায় বলে জানিয়েছেন রাজ্যটির বাসিন্দা ও স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওগেনে।
সূত্র রয়টার্স