26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

কেনো সাতে ব্যাটিং করলেন সাকিব?

লেখক থেকে আরো

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা খারাপ হয়নি। তবে ওই শুরু এগিয়ে নিতে পারেননি টাইগার ব্যাটাররা।

ইন ফর্ম ব্যাটার আফিফ হোসেন (২৬ বলে ২৪) ধুঁকেছেন। সেট হয়েও রানের প্রত্যাশা মেটাতে পারেননি লিটন দাস (১৬ বলে ১৫)। নাজমুল শান্ত-ইয়াসির রাব্বিরা বড় শট খেলতে গিয়ে আউট হয়েছেন।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং অর্ডারও বেশ এদিক-সেদিক হয়েছে। ওপেনিংয়ে ফিরে নাজমুল শান্ত ২৯ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন। সাকিবের চারে ব্যাট করার কথা থাকলেও তিনি সাতে ব্যাট করতে নামেন।

ব্যাট হাতে তিনিও সুবিধা করতে পারেননি। ১৬ বলে এক চারে ১৬ রানের ইনিংস খেলেন। ম্যাচ শেষে ব্যাটিং অর্ডারে পরে নামার বিষয়ে সাকিব বলেন, ‘আমি উপরেই ব্যাটিং করতে চেয়েছিলাম। কিন্তু দুই স্পিনার বোলিং করছিল এবং আমরা ডানহাতি-বাঁহাতির সমন্বয় করতে চেয়েছিলাম।’

দলের ব্যাটিং টি-২০ অধিনায়ক বলেন, ‘ভালো শুরু হয়েছিল। বড় শট খেলতে গিয়ে মিডল ওভারে উইকেট হারিয়েছি এবং মোমেন্টাম পাইনি। আমি মনে করি, টপ অর্ডারের চার ব্যাটারের অন্তত ১৫-১৬ ওভার ব্যাটিং করতে হতো।’

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ