27 C
Dhaka
রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪

ইরানে রাষ্ট্রীয় টেলিভিশন হ্যাক করলো বিক্ষোভকারীরা

লেখক থেকে আরো

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচার চলা অবস্থায় হঠাৎ করেই কিছুক্ষণের জন্য তা হ্যাকারদের কবলে পড়ে যায়। এতে সম্প্রচার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাষ্ট্রী সম্প্রচার মাধ্যমে সংবাদ বুলেটিন চলার সময় এ ঘটনা ঘটে।রবিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংবাদ বুলেটিন চলার সময় বিক্ষোভকারীরা টেলিভিশন হ্যাক করে পর্দায় সরকারবিরোধী ছবি ও ক্যাপশন প্রকাশ করে। এতে সম্প্রচার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়।

টেলিভিশন পর্দায় প্রথমে একটি মুখোশ দেখা যায়। এর পরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির একটি ছবি ভেসে ওঠে।  

ওই ছবিতে দেখা যায়, খামেনির চারপাশে আগুন জ্বলছে। জানা গেছে, হ্যাকাররা তাদের দলটির নাম ‘আদালত আলি’ বলে উল্লেখ করেছে।

একটি ছবির ক্যাপশনে লেখা হয়েছে, আমাদের সঙ্গে যুক্ত হোন এবং জেগে উঠুন। আরেকটি ছবিতে লেখা হয়, আপনাদের থাবায় আমাদের মতো তরুণদের রক্ত ঝরছে।

সূত্র বিবিসি

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ