26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

মেসি–রোনালদোকে টপকে আয়ে শীর্ষে এমবাপ্পে

লেখক থেকে আরো

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে

লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য তাহলে শেষ হলো!

না, ফুটবল মাঠে এখনো সে কথা জোর দিয়ে বলার সময় আসেনি। তবে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর করা এ বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় মেসি-রোনালদোর আধিপত্যের অবসান হয়েছে। আর এ কাজ করেছেন মেসিরই ক্লাব সতীর্থ পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।

কাল প্রকাশিত এ তালিকায় দুই কিংবদন্তিকে টপকে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড। গত আট বছরের মধ্যে এই প্রথমবার মেসি-রোনালদোর বাইরে কেউ ধনী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠলেন।

২০১৮ সালে বার্ষিক মোট আয়ে প্রথমবারের মতো ১০ কোটি ডলার ছাড়িয়ে যান মেসি-রোনালদো। তখন দুজনই বয়সের ঘরে ত্রিশের কোটা পার করেছেন। এমবাপ্পে ২৩ বছর বয়সেই টপকে গেলেন ১০ কোটি ডলারের কোটা। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে আনুমানিক ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করবেন এমবাপ্পে। কর এবং এজেন্ট ফি ছাড়াই এ হিসাব করা হয়েছে। ফোর্বসের বার্ষিক এ র‌্যাঙ্কিংয়ে অঙ্কটা রেকর্ড।

নামআয় (ডলার)
কিলিয়ান এমবাপ্পে১২ কোটি ৮০ লাখ
লিওনেল মেসি১২ কোটি
ক্রিস্টিয়ানো রোনালদো১০ কোটি
নেইমার৮ কোটি ৭০ লাখ
মোহাম্মদ সালাহ৫ কোটি ৩০ লাখ
আর্লিং হলান্ড৩ কোটি ৯০ লাখ
রবার্ট লেভানডফস্কি৩ কোটি ৫০ লাখ
এডেন হ্যাজার্ড৩ কোটি ১০ লাখ
আন্দ্রেস ইনিয়েস্তা৩ কোটি ১০ লাখ
কেভিন ডি ব্রুইনা২ কোটি ৯০ লাখ

লিওনেল মেসি আগেই জানিয়েছেন, কাতারেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। নভেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসির আয় ২০ শতাংশ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফোর্বস জানিয়েছে, ২০২২-২৩ মৌসুমে ১২ কোটি ডলার আয় হতে পারে ৩৫ বছর বয়সী মেসির, যা তাঁকে সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছে।

পিএসজি তারকা লিওনেল মেসি

ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের খেলায় বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও আয়ে তেমন প্রভাব পড়বে না। স্পনসরের অভাব নেই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। আনুমানিক ১০ কোটি ডলার আয় হতে পারে পর্তুগিজ তারকার, যা তাঁকে সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে বসিয়েছে।

এমবাপ্পে, মেসি ও রোনালদোর পরই আছেন পিএসজি তারকা নেইমার (৮ কোটি ৭০ লাখ) ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ (৫ কোটি ৩০ লাখ)।

ম্যানচেস্টার সিটির জার্সিতে এই মৌসুমে ঝড় তোলা নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ড প্রথমবারের মতো আয়ে শীর্ষ দশের মধ্যে উঠে এসেছেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, এই মৌসুমে আনুমানিক ৩ কোটি ৯০ লাখ ডলার আয় করবেন হলান্ড। তালিকার ছয়ে অবস্থান করছেন সিটি স্ট্রাইকার।

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

আয়ে শীর্ষ দশের এ তালিকায় ৩০ বছরের নিচে আছেন দুজন ফুটবলার—এমবাপ্পে ও হলান্ড। মেসি-রোনালদোর সময় যে ফুরিয়ে আসছে, এটি তেমন এক ইঙ্গিত বলেই মনে করছে ফোর্বস।

এবার আয়ে শীর্ষ ১০ ফুটবলার মিলে আনুমানিক ৬৫ কোটি ২০ লাখ ডলার আয় করবেন বলে হিসাব করেছে ফোর্বস। গতবারের (৫৮ কোটি ৫০ লাখ ডলার) তুলনায় প্রায় ১১ শতাংশ আয় বাড়বে বলে মনে করা হচ্ছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ