চলতি মাসে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। গত মাসে আফগানিস্তান ‘এ’ দলের সফর বাতিল হওয়ায় ভারত সফর আয়োজন করেছে বিসিবি। তবে ভারতে যাওয়ার আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ ‘এ’ দল। ভিসা জটিলতায় পড়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এ কারণে পেছাতে পারে ভারত সফর।
শনিবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ক্রিকেটারদের ভিসা এখনো সম্পন্ন হয়নি। এমন অবস্থায় রোববার (৯ অক্টোবর) ফ্লাইটে উঠতে পারছেন না খেলোয়াড়রা। যার ফলে অনুশীলনের সময়সূচি দু-একদিন কমে আসবে খেলোয়াড়দের জন্য।
এ নিয়ে তানভীর আহমেদ টিটু বলেন, ‘ভিসা পেতে বিলম্ব হচ্ছে, কেননা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের ব্যাপার আছে। কাল এবং আজকে সব বন্ধ রয়েছে। আজ বিশেষ ব্যবস্থায় ভিসা না পেলে কাল যাওয়া হবে না। তখন সিরিজের অনুশীলন ম্যাচের সময়সূচি ২-১ দিন কমে আসবে। কাল যেতে না পারলে সোমবার হয়তো বিস্তারিত জানা যাবে।’
ভারতের তামিলনাড়ুর বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ সামনে রেখে মোহাম্মদ মিথুনকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। মিথুন ছাড়াও এ সফরে ডাক পেয়েছেন জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকও থাকছেন ভারত সফরের স্কোয়াডে।
টেস্ট (চার দিনের ম্যাচ) সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম ও এনামুল হক।
ওয়ানডে সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভীর ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা।