21 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বিদ্যুতে বড় বিপর্যয়, ভোগান্তি

লেখক থেকে আরো

  • হাসপাতালে রোগীদের কষ্ট।
  • মুঠোফোন সেবা বিঘ্নিত।
  • ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা যায়নি।
  • আদালত চলেছে মোমবাতি জ্বালিয়ে।
  • কারখানায় উৎপাদন ব্যাহত।
  • পূজামণ্ডপে বাড়তি সতর্কতা।
  • জেনারেটরের ডিজেল কিনতে ভিড়।
  • বিপর্যয়ের কারণ জানা যায়নি।
জাতীয় গ্রিডে বিপর্যয়ে দুপুর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন অনেকে। ঢাকায় বিভিন্ন ভবন ও স্থাপনায় জেনারেটর ব্যবহারের জন্য ডিজেল কিনতে ফিলিং স্টেশনে ভিড় ক্রেতাদের। গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় রাজধানীর মহাখালীতে।

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ল দেশ। গতকাল মঙ্গলবার জাতীয় গ্রিড পূর্বাঞ্চলে বিপর্যয় দেখা দিলে চার ঘণ্টা পুরোপুরি বিদ্যুৎহীন ছিল রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ দেশের ৩২ জেলা। কোনো কোনো এলাকায় ৮ ঘণ্টা বা তার বেশি সময় বিদ্যুৎ ছিল না।

টানা বিদ্যুৎবিহীন অবস্থায় ভোগান্তিতে পড়ে কোটি কোটি মানুষ। ব্যাহত হয় চিকিৎসা, টেলিযোগাযোগ, ব্যাংকের লেনদেনসহ জরুরি সেবা। উৎপাদন ব্যাহত হয় কারখানায়।

এর আগে গত ৬ সেপ্টেম্বর একবার গ্রিড বিপর্যয় হয়েছিল। তখন দেড় ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গতকাল বেলা ২টা ৫ মিনিটের দিকে জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। সন্ধ্যা ছয়টা থেকে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে রাত ১০টায়ও অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ নেওয়ার সময় বিপর্যয়ের সূত্রপাত হয়। তবে সেটি কেন হয়েছে, তা বলতে পারেনি তারা। ঘটনা অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি প্রথম আলোকে বলেন, দুটি তদন্ত কমিটির একটি গঠন করা হবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সদস্য করে। অন্যটি বিদ্যুৎ বিভাগই তৃতীয় পক্ষের লোকদের দিয়ে গঠন করবে।

ঘটনার পর গত রাতে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এর প্রধান করা হয়েছে পিজিসিবির নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ইয়াকুব ইলাহী চৌধুরীকে।

এক মাসের মধ্যে জাতীয় গ্রিডে দ্বিতীয়বার বিপর্যয়। ঢাকাসহ ৩২ জেলার কোথাও ৪ ঘণ্টা, কোথাও ৮ ঘণ্টার বেশি বিদ্যুৎ ছিল না।

রোগীদের দুর্ভোগ

বেলা দুইটার দিকে যখন বিদ্যুৎ চলে যায়, তখন রাজধানীবাসী একে স্বাভাবিক লোডশেডিং হিসেবেই ধরে নিয়েছিল। তবে বিদ্যুৎ বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়তেই জেনারেটরের জন্য জ্বালানি তেল কিনতে ভিড় শুরু হয় ফিলিং স্টেশনগুলোতে। কিছু ক্ষেত্রে হাসপাতাল, অফিস–আদালত, বিপণিবিতান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে একটা সময় পর আর জেনারেটর চালানো সম্ভব হয়নি। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গিয়ে দেখা যায়, অধিকাংশ ওয়ার্ডে বিদ্যুৎ নেই। রোগীরা নিজের মুঠোফোনের আলো জ্বালিয়ে জরুরি কাজ সারছেন।

কিডনি ডায়ালাইসিস সেন্টারের ২০টি শয্যা খালি পড়ে আছে। দায়িত্বরত একজন কর্মচারী জানান, ডায়ালাইসিস রোগীদের সন্ধ্যা ছয়টার দিকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঢাকার বাইরে বিদ্যুৎবিহীন অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরেও রোগীদের দুর্ভোগ পোহাতে হয়। অবশ্য কোথাও কোথাও জেনারেটর চালিয়ে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান প্রথম আলোকে বলেন, জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে। অস্ত্রোপচারও হয়েছে। তবে কিছু ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা (ফ্যান) বন্ধ রাখা হয়েছে।

মুঠোফোন ও ব্যাংকিং সেবায় বিঘ্ন

মোবাইল টাওয়ার নামে পরিচিত বেজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) পরিচালনা করতে বিদ্যুৎ প্রয়োজন। কোনো এলাকায় বিদ্যুৎ না থাকলে অপারেটরগুলো জেনারেটর দিয়ে দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত টাওয়ার চালাতে পারে। তবে গতকাল মুঠোফোন সেবায় বিঘ্নের খবর আসতে শুরু করে বেলা চারটার পর থেকে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মৈত্র প্রথম আলোকে বলেন, অপারেটরভেদে বিদ্যুৎবিহীন অবস্থায় সেবা সচল রাখার সক্ষমতা ভিন্ন। ফলে বিদ্যুৎ চলে যাওয়ার পর কোনো অপারেটর বেশি সময় সেবা সচল রাখতে পেরেছে। কেউ পেরেছে কম সময়।

সন্ধ্যা সাতটার দিকে মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটকের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, টেলিটক বাদে অন্যরা বিদ্যুৎ বিপর্যয়ের কারণে সেবা বিঘ্নের জন্য দুঃখ প্রকাশ করেছে।

ঢাকার মুঠোফোন গ্রাহক আলম হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তিনি মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন। কল সংযোগেও সময় লাগছিল। বারবার কল করার পর কারও সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছিল না।

ইন্টারনেট না থাকলে ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলা যায় না। আবার কার্ডে কেনাকাটা করাও সম্ভব হয় না। গতকাল গ্রাহকেরা এ সেবার ক্ষেত্রেও ভোগান্তির কথা জানিয়েছেন।

অফিস–আদালত ও ব্যবসা ব্যাহত

বিদ্যুৎ চলে যাওয়ার পর গতকাল মোমবাতি দিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেছেন। দুইটার দিকে বিদ্যুৎ চলে যাওয়ার পর প্রথম কয়েক মিনিট মুঠোফোনের টর্চের আলো ও পরে মোমবাতির আলো দিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেন। দুইটা থেকে বিকেল সোয়া তিনটা পর্যন্ত মোমবাতি দিয়ে আদালত বিচারকাজ পরিচালনা করেন বলে জানান ওই আদালতে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারান্নুম রাবেয়া।

ব্যবসায়ীরা জানিয়েছেন, শিল্পঘন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। বিপণিবিতানে ক্রেতা ছিল কম। দোকানগুলোতে কেনাকাটা হয়েছে মোমবাতি জ্বালিয়ে। এতে হঠাৎ মোমবাতির চাহিদা বেড়ে গিয়ে দাম বেড়ে যায়।

ফার্মগেটে নিউ পপুলার হোটেল অ্যান্ড রেস্তোরাঁ নামের একটি খাবার দোকানে প্রতিটি টেবিলে মোমবাতি জ্বালিয়ে খাবার পরিবেশন করা হচ্ছিল। দোকানের বিক্রয়কর্মী মুরাদ আহমেদ বলেন, বেলা দুইটার পর থেকে বিদ্যুৎ নেই। জেনারেটরের তেলও (ডিজেল) শেষ।

গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ না থাকায় সন্ধ্যার পর থেকে সিলেট নগরের অনেক দোকান বন্ধ হয়ে যায়। কিছু জায়গায় জেনারেটরের সাহায্যে আলো জ্বালিয়ে বিপণিবিতান ও দোকানপাট খোলা ছিল। তবে ক্রেতাদের উপস্থিতি ছিল অনেক কম।

মানুষজন ডিজেল কিনতে ভিড় করেছিলেন ফিলিং স্টেশনে। সিলেট নগরের সোবহানীঘাট এলাকার বেঙ্গল গ্যাসোলিনের ব্যবস্থাপক মনীন্দ্র কুমার সিংহ জানান, আগে প্রতিদিন দুই হাজার লিটার ডিজেলের বিপরীতে গতকাল চার হাজার লিটারের চাহিদা দেখা দিয়েছিল।

সড়ক অন্ধকারে, মানুষ রাস্তায়

বিদ্যুৎবিহীন অবস্থায় সন্ধ্যা নামার পর ঢাকায় সড়কবাতি জ্বলেনি। ফলে সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাটে অন্ধকার নেমে আসে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক (বসুন্ধরা সিটি শপিং মলের সামনের সড়ক), গ্রিনরোড (ফার্মগেট থেকে পান্থপথ হয়ে সায়েন্স ল্যাব), ইন্দিরা রোড, খামারবাড়ি সড়ক এবং মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে একটি সড়কবাতিও জ্বলতে দেখা যায়নি। শুধু যানবাহনের বাতির আলোয় সড়কের অন্ধকার কিছুটা দূর হচ্ছিল।

সন্ধ্যায় রাজধানীর পশ্চিম তেজতুরী বাজার এলাকা ও গার্ডেন সড়কের গলিপথ পুরো অন্ধকারে ঢাকা ছিল। ওই গলিপথে অনেককে মুঠোফোনের বাতি জ্বেলে হাঁটতে দেখা গেছে। গার্ডেন সড়ক এলাকায় অনেক বাসিন্দাকে গরমের কারণে ঘরের বাইরে এসে ফুটপাতে ও রাস্তায় বসে থাকতে দেখা যায়।

পূজামণ্ডপে বাড়তি সতর্কতা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার গতকাল ছিল মহানবমী। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে অসুবিধায় পড়তে হয়েছে উৎসবে যোগ দেওয়া সনাতন ধর্মের নারী-পুরুষ ও শিশুদের। রাজধানীর তিনটি পূজামণ্ডপ ঘুরে জেনারেটর ব্যবস্থা দেখা গেছে।

তবে বিদ্যুৎ না থাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যেসব মণ্ডপে জেনারেটর নেই, সেসব মণ্ডপে সন্ধ্যার আগেই জেনারেটর ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সিসিটিভি ক্যামেরা সচল রাখার বিকল্প ব্যবস্থা করতে বলা হয়। পুলিশকে সার্বক্ষণিক টহল ও নজরদারি বাড়াতে বলা হয়েছিল।

রাজধানীর কারওয়ান বাজারের পূজামণ্ডপের পুরোহিত সজল চক্রবর্তী বলেন, সন্ধ্যায় জেনারেটর বন্ধ হয়ে গেলে ভক্তরা মুঠোফোনের আলোয় দেবীকে প্রণাম করে চলে গেছেন।

সিলেটের পূজামণ্ডপগুলোতেও দর্শনার্থীদের ভিড় ছিল কম। সুনামগঞ্জে কোনো কোনো মণ্ডপে জেনারেটর আবার কোনো মণ্ডপে মোমবাতি জ্বালিয়ে পূজার আনুষ্ঠানিকতা সারতে হচ্ছে। জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায় জানান, শহরের বিভিন্ন মণ্ডপে জেনারেটর থাকলেও গ্রামের মণ্ডপে নেই। তাই মোমবাতি, চার্জ লাইট দিয়ে আনুষ্ঠানিকতা সারতে হয়েছে।

সন্ধ্যা ৬টায় বিদ্যুৎ আসতে শুরু করে

সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর কোনো কোনো এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। উত্তরা, মিরপুর, গুলশান, বারিধারা, নারায়ণগঞ্জ ও পুরান ঢাকার কোনো কোনো অংশে বিদ্যুৎ সরবরাহ পেতে শুরু করে মানুষ। ঢাকার বাইরে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, চট্টগ্রামের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয় একই সময়ে।

রাত সাড়ে ৯টার দিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক আমির কাউসার আলী প্রথম আলোকে বলেন, চাহিদার চেয়ে সরবরাহ কিছুটা কম হলেও সব এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কোনো এলাকায় কিছু সময় লোডশেডিং করে হলেও অন্য এলাকায় দেওয়া হচ্ছে।

একই সময়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান প্রথম আলোকে বলেছেন, ধীরে ধীরে সরবরাহ শুরু করা হচ্ছে।

বিপর্যয়ের কারণ কী

দেশের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জমা করে রাখার সুযোগ নেই। এটি সঙ্গে সঙ্গে সরবরাহ করতে হয়। তাই বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের পর তা সঞ্চালন করা হয় জাতীয় গ্রিডে। সঞ্চালন লাইনের মাধ্যমে এ গ্রিড বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে যুক্ত।

দেশের জাতীয় গ্রিড দুটি ভাগে বিভক্ত। যমুনা নদীর এপারে ঢাকাসহ সব জেলায় বিদ্যুৎ সঞ্চালন করা হয় পূর্বাঞ্চল গ্রিডের মাধ্যমে। আর যমুনা নদীর ওপারে দক্ষিণ-পম্চিমাঞ্চলসহ উত্তরবঙ্গের জেলাগুলোতে বিদ্যুৎ সঞ্চালন করা হয় পশ্চিমাঞ্চল গ্রিডের মাধ্যমে। পশ্চিমাঞ্চল গ্রিডের চেয়ে তিন গুণ বেশি বিদ্যুৎ সররাহ করে পূর্বাঞ্চল গ্রিড।

জাতীয় গ্রিড ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব আছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবি। সংস্থাটির তিনজন দায়িত্বশীল ব্যক্তি প্রথম আলোকে বলেছেন, বিদ্যুতের গ্রিডে নানা কারণে বিপর্যয় হতে পারে। এটি এক সেকেন্ডে হলেও তা আবার চালু করার বিষয়টি জটিল ও দীর্ঘ প্রক্রিয়া। ধীরে ধীরে সরবরাহ বাড়াতে হয়। আর তাৎক্ষণিকভাবে কারণ অনুসন্ধানের চেয়ে বিদ্যুৎ আবার চালু করার বিষয়ে তাঁদের অগ্রাধিকার থাকে।

তবে বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রিড বিপর্যয়ের সূত্রপাত ঘোড়াশাল থেকে হয়েছে। বাকিটা পরে বিস্তারিত বলা যাবে।

বারবার বিপর্যয়

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে ২০১৪ সালের ১ নভেম্বর। দুই গ্রিডেই বিপর্যয় হয় ওই সময়। এতে গোটা দেশ প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন থাকে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী ম. তামিম প্রথম আলোকে বলেন, দেশের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো অনেক পুরোনো। এতে বিদ্যুতের চাহিদা ও সরবরাহ ব্যবস্থাপনায় বড় ঘাটতি রয়ে গেছে। এটার আধুনিকায়নের কথা দীর্ঘদিন ধরে বলা হলেও কাজ হচ্ছে না। তিনি বলেন, স্বয়ংক্রিয় গ্রিড না থাকায় বিপর্যয়ের উৎস খুঁজে পেতেও দেরি হচ্ছে পিজিসিবির। দ্রুত মানোন্নয়ন করা না হলে সামনে আরও বড় বিপর্যয় দেখা দিতে পারে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ