পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচের লম্বা সিরিজে শেষ হাসিটা হেসেছে মঈন আলীর ইংল্যান্ড। সিরিজের সপ্তম ম্যাচে নামার আগে হিসেবটা ছিল ৩-৩ সমতায়। রবিবার (২ অক্টোবর) লাহোরে সিরিজ জয়ের ম্যাচে শুরুতে ব্যাট করে পাকিস্তানকে ২১০ রানের টার্গেট দেয় ইংলিশরা। শানের ৫৬ রানে ভর করে ২০ ওভারে ১৪২ রানে থামে পাকিস্তান। ফলে ৬৭ রানের বড় জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংলিশরা। এমন হারের পর পাকিস্তান দলকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার।
শোয়েব আক্তার তার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপের সমালোচনা করে বলেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে। দলের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।’