26 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং

লেখক থেকে আরো

ঘরের মাঠে থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে এশিয়া মিশন শুরু করে বাংলাদেশের মেয়েরা।

তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে একেবারে উল্টো চিত্র দেখাল নিগার সুলতানার দল। পাকিস্তানের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং। একেবারে নাস্তানাবুদ লাল-সবুজেরা। 

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান তুলেছে বাংলাদেশ। 

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আজও টসভাগ্য সহায় হয়নি টাইগ্রেসদের। টস জিতে নিগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। 

আর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে পাকিস্তানি বোলাররা। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। 

আগের ম্যাচের ৪৯ রান করা ওপেনার শামীমা ফেরেন মাত্র ১ রান করে।  ডায়ানা বেগের বল ইনসাইড এজ হলে বোল্ড হন এ ওপেনার। পরের ওভারে সাদিয়া ইকবালের একটি ডেলিভারি স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক। তিনিও করেন মাত্র ১ রান। এর পরের ওভারে ডায়ানা বেগের দ্বিতীয় শিকারে পরিণত হয় রোমানা আহমেদ। এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন মাত্র ১ রানে।

এ পর্যায়ে দলকে একাই টেনে নিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা। তবে দলীয় ২৭ রানে লতা মন্ডলকে হারান নিগার। এলবিডব্লিউ হওয়ার আগে ১৯ বলে ১২ রান করেন লতা।

এরপর অভিজ্ঞ সালমা খাতুন সঙ্গী হয় নিগারের। তবে এবার নিগারেরই বিচ্ছেদ ঘটে। ১৪তম ওভারের ৪র্থ বলে বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নিদা দার। ২ বাউন্ডারিতে ৩০ বলে ১৭ রান আসে অধিনায়কের ব্যাট থেকে।

এরপর একের পর এক উইকেট হারাতে থাকে। এরমধ্যে দুটি উইকেট রানআউটের। শেষ দিকে শোহেলী আখতারকে সঙ্গে নিয়ে আরও কিছু রান যোগ করেন সাবেক অধিনায়ক সালমা।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ৭৮ রান তুলতে পারে বাংলাদেশ। সালমা খাতুনের ব্যাট ছুঁয়ে আসে দলীয় সর্বোচ্চ ২৯ বলে অপরাজিত ২৪ রান। ৩ বলে ৩ রান করে অপরাজিত থাকেন শোহেলী।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন ডায়ানা বেগ ও নিদা দার। একটি করে পেয়েছেন সাদিয়া ইকবাল ও উমাইমা সোহাইল।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ