দীর্ঘ দশ মাসেরও বেশি সময় সিনেমার শুটিং নেই শাকিব খানের হাতে। এর মধ্যে নয় মাস কাটিয়েছেন আমেরিকায় স্থায়ী আবাসনের লক্ষ্যে। সেখানে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। পেয়েছেন ট্রাভেল পারমিট। তা নিয়ে নয় মাস পর (চলতি বছরের ফেব্রুয়ারিতে গিয়েছিলেন) দেশে এসেছেন। দেশে আসার পর সংবাদ সম্মেলনে অনেক চমক আছে বলে জানিয়েছেন। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে।
কোনো চমক এখনো দেখাতে পারেননি শাকিব। দিন কয়েক আগে অবশ্য একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। সেটাও আমেরিকায় যাওয়ার আগে চুক্তিবদ্ধ হওয়া কাজ। অবশেষে সিনেমার শুটিংয়েও ফিরছেন শাকিব। তবে নতুন কোনো সিনেমা নয়। আমেরিকা যাওয়ার আগে তপু খান পারিচালিত লিডার : আমিই বাংলাদেশ নামে একটি সিনেমার শুটিং করছিলেন এ নায়ক। সিনেমাটি ড্রামা অংশের কাজ শেষ হয়ে গেলেও দুটি গানের শুটিং বাকি থাকার মুক্তি আটকে ছিল এতদিন। অবশেষে আগামী ১ অক্টোবর থেকে গানের শুটিংয়ে অংশ নেবেন শাকিব-এমনটাই জানিয়েছেন পরিচালক তপু খান।
আর এর মধ্য দিয়ে দশ মাস পর সিনেমার শুটিং নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাকিব খান। যদিও এ সিনেমার শুটিংয়ের বিষয়ে শাকিব গণমাধ্যমে এখনো কোনো বিবৃতি দেননি। এ সিনেমার নায়িকা হিসাবে কাজ করছেন শবনম বুবলী। তিনি যুগান্তরকে বলেছেন, অক্টোবরের শুরুতেই কাজ শুরু হবে এমনটি আমাকে পরিচালক জানিয়েছেন। আমিও সেভাবে প্রস্তুতি নিচ্ছি। অনেকদিন হয়ে গেল, কাজটা তো শেষ করতে হবে। আশা করছি ভালোভাবেই শেষ করতে পারব। নির্মাতা জানিয়েছেন কাজ শেষে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এদিকে বুবলী বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত (চাদর) সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।