26 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

মেসিকে কড়া ট্যাকল করায় আর্জেন্টিনার খেলোয়াড়েরা ঝগড়া করছেন হন্ডুরাসের খেলোয়াড়দের সঙ্গে

লেখক থেকে আরো

বিশ্বকাপের আগে চোটে পড়তে চান না লিওনেল মেসি। এ কারণেই প্রতিপক্ষ খেলোয়াড়দের কড়া ট্যাকল এড়িয়ে চলার চেষ্টা করেন প্রতিটি ম্যাচে। এর জন্য একটা গোল বা গোলে সহায়তা কম হলেও ক্ষতি নেই তাঁর। মেসির থেকে একটা গোল বা সহায়তা কম পেলে ক্ষতি নেই আর্জেন্টিনা দলে তাঁর সতীর্থদের। যেকোনো মূল্যে দলের সেরা খেলোয়াড় তথা অধিনায়ককে পুরো ফিট অবস্থায় বিশ্বকাপে নিতে চান তাঁরা।

কিন্তু হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে একবার মাঠে পড়ে যান মেসি। আর্জেন্টিনার অধিনায়ককে ট্যাকলটি করেছেন হন্ডুরাসের মিডফিল্ডার ডেইবি ফ্লোরেস। বিষয়টি মেনে নিতে পারেননি আর্জেন্টিনার খেলোয়াড়েরা। মেসি পড়ে যাওয়ার পর হন্ডুরাসের খেলোয়াড়দের দিকে তেড়েফুঁড়ে যান আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

একটা সময় দেখা গেছে মাঠে মেসি একা পড়ে আছেন। তাঁর কাছে দুই দলের কোনো খেলোয়াড়ই নেই। থাকবেন কী করে? দুই দলের খেলোয়াড়েরা যে তখন উত্তপ্ত বাক্য বিনিময়ে ব্যস্ত।

আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল প্রথমে দৌড়ে রেফারির দিকে যান। এরপর তিনি কনুই উঁচিয়ে ছুটে যান হন্ডুরাসের খেলোয়াড়দের দিকে। সেখানে তিনি ঝগড়ায় জড়ান হন্ডুরাসের খেলোয়াড়দের সঙ্গে।

হন্ডুরাসের খেলোয়াড়দের সঙ্গে ঝগড়া শেষে আর্জেন্টিনার খেলোয়াড়েরা ফিরে আসেন মেসির কাছে। ততক্ষণে তিনি উঠে বসেছেন। ভাগ্য ভালো তেমন কোনো চোট পাননি মেসি। আর্জেন্টিনার ৩–০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন মেসি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ