27 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

ঢাবির হলের পুকুরে রহস্যময় জোড়া পুতুল!

লেখক থেকে আরো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে রহস্যময় জোড়া পুতুল ভাসতে দেখা গেছে। পুতুল দু’টির একটি পুরুষ সাজে এবং অপরটি মহিলা সাজে। ভাসতে থাকা পুতুল দু’টি পাড়ে তুলে আনেন হলের এক আবাসিক শিক্ষার্থী।

পুতুল দু’টি তুলে আনা সেই শিক্ষার্থী বলেন, “পুতুলগুলোতে আরবীতে কী যেনো লিখা ছিল। পাশাপাশি দু’টি পুতুলই রাবার দিয়ে বাঁধা ছিল। মেয়ে সাজের পুতুলটি ভাঙার পর তার ভেতর থেকে সুতা, তুলা ও মেয়েদের জামা থেকে কাটা তিনটি অংশ পাওয়া গেছে।”

বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নানা কৌতুহল লক্ষ করা যায়।

অনেকের বক্তব্য এটি কালো যাদু। কোনো মেয়েকে বশে আনার জন্য তার জামার কাপড় নিয়ে কোনো ছেলে তান্ত্রিকের মাধ্যমে এটি করেছে। যাতে করে মেয়েটি তার উপর দূর্বল হয়।

হলের এক আবাসিক শিক্ষার্থীর বক্তব্য মতে, বছরখানেক আগে হিন্দু ধর্মাবলম্বীদের বিয়ে উপলক্ষে অনেকে মানুষ ডাক- ঢোল পিটিয়ে আসছিল৷ সবাই খুব উৎসাহ নিয়ে গিয়েছিলাম কী হচ্ছে তা দেখার জন্য। বর পুকুরে নেমে গোসলও করেছিল। তাদেরই কোনো অনুষ্ঠানের রীতিনীতি পালনে এ কাজ করা হতে পারে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ