25 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

লেখক থেকে আরো

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতনের এমন খবর এল।

বুধবার (২১ সেপ্টেম্বর) এক ডলারে ৭৯ দশমিক ৯৭৫০ রুপি পাওয়া যায়। আগের সেশনে পাওয়া যেত ৭৯ দশমিক ৭৫ রুপি। মূলত পুরো সেশনজুড়েই ভারতীয় রুপির পতন দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে। তাছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য রিজার্ভ সেনাদের সমাবেশের নির্দেশনা দিয়েছেন। এতে রুপির ওপর আরও চাপ বাড়ছে।

তাছাড়া ডলারের সূচক দুই দশকের মধ্যে সর্বোচ্চ হয়ে ১১০ দশমিক ৮৭-এ দাঁড়িয়েছে। ফেডের সুদের হার বাড়ানোর পদক্ষেপসহ নান কারণেই ডলারের চাহিদা বেড়েছে।

ধারণা করা হচ্ছে, ৭৫ পয়েন্টভিত্তিতে ফের সুদের হার বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও কয়েকবার এই হারে বাড়ানো হয়। আশা করা হচ্ছে ১০০ পয়েন্টভিত্তিতে সুদের হার নির্ধারণ করবে না ব্যাংকটি।

সূত্র দ্য ইকোনমিক টাইমস

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ