28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

৪৩তম বিসিএসে মানতে হবে যেসব নির্দেশনা

লেখক থেকে আরো

আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর কারিগরি বা পেশাগত ক্যাডারের বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে বই, ঘড়ি, মুঠোফোন নিয়ে প্রবেশ নিষেধসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শর্তগুলো হলো-

পরীক্ষাকেন্দ্রে বইপুস্তক, ঘড়ি, মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক-ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।

পরীক্ষা কেন্দ্রের গেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার দিন মুঠোফোনে এসএমএসের মাধ্যমে উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য নির্দেশনা পাঠানো হবে।

পরীক্ষার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ