25 C
Dhaka
সোমবার, নভেম্বর ১১, ২০২৪

কুয়েতে তিন বছর পর খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

লেখক থেকে আরো

আগামী মাস থেকে পুরোদমে চালু হচ্ছে কুয়েতের সব শিক্ষাপ্রতিষ্ঠান। করোনা মহামারির কারণে তিন বছর বন্ধ থাকার পর শ্রেণিকক্ষে ফেরার খবরে শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দিত শিক্ষক ও অভিভাবকরাও। এর আগে চলতি মাসে দেশটির অনেক প্রাইভেট স্কুল খুলে দেয়া হয়েছে।

গত বছর স্বাস্থ্যবিধি মেনে নানা নিষেধাজ্ঞার মধ্যেও সীমিত পরিসরে বেশকিছু স্কুল খোলা হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও বন্ধ করে দেয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। এতদিন অনলাইনে চলছিল পাঠদান। অবশেষে শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা । 

এদিকে কুয়েত শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগ দিয়েছে। শিক্ষার্থীদের অভ্যর্থনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। 

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ