21 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

পরিবারের সমর্থন ছাড়া নায়িকা হওয়া যায় না

লেখক থেকে আরো

ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন চিত্রনায়িকা নূতন। অনেক সফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে জ্যেষ্ঠ চরিত্রে এসেও নিয়মিত কাজ করেছেন। গ্ল্যামারাস নায়িকা থেকে নিজেকে দক্ষ অভিনেত্রীতে পরিণত করেছেন তিনি।

বর্তমানে অনেকেই নায়িকা হতে চান। নিজের ইচ্ছার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুদে বার্তা পাঠান নূতনকে। তাদের উদ্দেশ্যে ফেসবুকে কিছু পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, পরিবারের সমর্থন ছাড়া কখনোই নায়িকা হওয়া যায় না। তা ছাড়া নায়িকা হওয়ার ইচ্ছার পাশাপাশি পড়ালেখাটাও শেষ করা উচিত।

ফেসবুক পোস্টে নূতন লিখেছেন, অনেক মেয়ে ছবি দিয়ে, ভয়েস দিয়ে বলে, আপু নায়িকা হতে চাই। কোনো পথ নেই, বাবা-মা রাজি না। স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, হেল্প করেন।

তাদের জন্য বলি, বাবা-মা না চাইলে এ পথ তোমাদের জন্য নয়। দু-তিন দিন নাম কামিয়ে লাভ নেই, স্রোতে হারিয়ে যাবে। তখন আরও সমস্যা। সবাই জানবে নায়িকা, আসলে তুমি কিছুই না। এখনকার ৮০ শতাংশ নায়িকা এ সমস্যায় আছেন।

পোস্টে নূতন আরও লেখেন: আমার মা চাইতেন, আমি নায়িকা হই। তাই নায়িকা হয়েছি, হারিয়ে যাইনি। মা-বাবা যা চায়, তাই কর। তাদের দোয়া ছাড়া সামনে যাওয়া যাবে না। শুধু পরিশ্রম দিয়ে জীবনে কিছু হয় না। যদি বাবা-মায়ের সাপোর্ট থাকে, অভিনয়-নাচ শিখে থাক; তাহলে বলব, আগে মিনিমাম পড়াশোনা শেষ করে আস।

কারণ, শিক্ষা অনেক জরুরি। শিক্ষা মানে তোমার ব্যাকআপ। এখানে কিছু নাহলে নায়িকা নাম দিয়ে আর শিক্ষা কাজে লাগিয়ে টিকে থাকতে পারবে। শিক্ষা থাকলে কেউ তোমাকে ভুলভাবে পরিচালিত করতে পারবে না।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ