20 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

একই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পেয়েছে স্বামী-স্ত্রী

লেখক থেকে আরো

ক্রিকেট বিশ্ব কি কখনো স্বামী-স্ত্রীকে একই ম্যাচে আম্পায়ারিং করতে দেখেছে? যদি না দেখে থাকে তবে এতক্ষণে সেই রচনা লেখা হয়ে গেছে। নাঈম আশরাফ ও জাসমিন নাঈম দম্পতি ইংল্যান্ডের ফ্লিন্ট ট্রফিতে লাইটনিং ও ওয়েস্টার্ন স্টর্মের মধ্যকার ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করতে নেমেছেন। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে শনিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায়।

প্রতিবেদন বলছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড স্বীকৃত কোনো ম্যাচে এই প্রথম কোনো দম্পতিকে এক সঙ্গে আম্পায়ারিং করতে দেখা গেল। এ ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন উইল স্মিথ।

স্বামী-স্ত্রী আম্পায়ারিং করতে নামার আগে জাসমিন বলেন, ল্যাঙ্কাশায়ার ও গ্রেটার ম্যাঞ্চেস্টারে আমরা এক সঙ্গে অনেক ম্যাচ খেলিয়েছি। তখন কেউ বুঝতেই পারেননি আমরা বিবাহিত। এবার বড় মঞ্চে সুযোগ পেয়ে আমরা দু’জনেই সম্মানিত।

জানা গেছে, নাঈম পাকিস্তানের হয়ে খেলেছেন। পরিচয় বদলে তিনি এখন ইংল্যান্ডের নাগরিক। আকস্মিক চোটে খেলা ছাড়ার পর আম্পায়ারিং শুরু করেন তিনি। এ সম্পর্কে জাসমিন বলেন, ‘আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু নাঈম ক্রিকেট ছাড়তে চায়নি। ও যখন স্টেজ থ্রি কোর্সটা করছে, দেখলাম হাতের ব্যথা তখনও যায়নি। হাত তুলতে পারছিল না। লিখতে কষ্ট হচ্ছিল ওর। আমি ঠিক করলাম ওর হয়ে নোট লিখে দেব।

জাসমিন আরও যোগ করেন, সেটা করতে গিয়ে দেখলাম, আরে, আমি তো অনেক কিছুই জানি। যিনি আমাদের মাস্টারমশাই ছিলেন, তিনি আমাকেও আম্পায়ারিং শিখতে বললেন। শুরুতে ‘না’ বলে দিয়েছিলাম। নাঈম এক দিন বলল, আমারো আম্পায়ারিংয়ে আসা উচিত। বলল, মহিলাদের সামনে দৃষ্টান্ত তুলে ধরা উচিত। আমার স্বামীর জন্যই আজ আমি আম্পায়ার হতে পেরেছি।




spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ